সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ।। ১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের রূপসায় হাতপাখার গণসংযোগে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না : নেতানিয়াহু বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৫: জীবন রক্ষায় সচেতনতার নতুন অঙ্গীকার মাওলানা ফজলুর রহমানের সিলেট আগমন উপলক্ষে ইস্তেকবাল প্রস্তুতি চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস–ট্রাকের সংঘর্ষে নিহত ৪ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে ইসলামী আন্দোলনের ১২টি প্রস্তাবনা অপরাধ কমাতে প্রয়োজন সঠিক ধর্মীয় শিক্ষা: ড. এম এ কাইয়ুম জমিয়তের সুধী সমাবেশ মঙ্গলবার, প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

ধোবাউড়ার বণ্যা প্লাবিত এলাকা ও রাস্তাঘাট পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বন্যায় প্লাবিত এলাকা ও অবহেলিত রাস্তাঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

আজ (১৪জুলাই) মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান ধোবাউড়া উপজেলার গোয়াতলা, ধোবাউড়া সদর, কলসিন্দুর, দুধনই, পোড়াকান্দুলিয়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত উপজেলার ৫ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম। নেতাই নদীর ভাঙনের তীব্র স্রোতে বিধ্বস্ত হয়ে বিপর্যস্ত হয়েছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে অনেকেইে তাঁদের পরিবারের শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে রয়েছেন বিপাকে। বানের পানিতে ভেসে গেছে শত শত মৎস্য চাষীর সোনালী স্বপ্ন। মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী অসহায় মানুষেরা।
এসকল অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন,আমি আশ্বাস দিচ্ছি রাস্তাঘাট সংস্কার কাজ খুব দ্রুতই সম্পন্ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মো.নূর হোসেন ভুইঁয়া,উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, গোয়াতলা ইউপি চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম টুটন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ