বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, বান্ধবীকে শুটার ফয়সাল দাড়ি-টুপিকে রাজাকারের প্রতীক বানানোর ইস্যুতে হেফাজতের তীব্র প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষা দেয়ার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়- ধর্ম উপদেষ্টান ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের মুফতি মনির কাসেমীকে নিয়ে জমিয়তের নতুন সিদ্ধান্ত হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার ‘স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি’ আইন ভেঙে সচিবালয়ে আন্দোলন, ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ‘ধর্মীয় মাহফিলে ইসির অনুমতির শর্ত আরোপ; ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী’ গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার

ধোবাউড়ার বণ্যা প্লাবিত এলাকা ও রাস্তাঘাট পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বন্যায় প্লাবিত এলাকা ও অবহেলিত রাস্তাঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

আজ (১৪জুলাই) মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান ধোবাউড়া উপজেলার গোয়াতলা, ধোবাউড়া সদর, কলসিন্দুর, দুধনই, পোড়াকান্দুলিয়া সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত উপজেলার ৫ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম। নেতাই নদীর ভাঙনের তীব্র স্রোতে বিধ্বস্ত হয়ে বিপর্যস্ত হয়েছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বসত বাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে অনেকেইে তাঁদের পরিবারের শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে রয়েছেন বিপাকে। বানের পানিতে ভেসে গেছে শত শত মৎস্য চাষীর সোনালী স্বপ্ন। মানবেতর জীবন যাপন করছেন পানিবন্দী অসহায় মানুষেরা।
এসকল অবস্থা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন,আমি আশ্বাস দিচ্ছি রাস্তাঘাট সংস্কার কাজ খুব দ্রুতই সম্পন্ন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মো.নূর হোসেন ভুইঁয়া,উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহীনুর ফেরদৌস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, গোয়াতলা ইউপি চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম টুটন, সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, গামারিতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ