বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নেপালে আবার জেন-জিদের বিক্ষোভ, কারফিউ জারি বিদেশীদের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তির বিষয়গুলো প্রকাশ করুন - খেলাফত মজলিস আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল একটি মাইলফলক -ইসলামী আন্দোলন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের রায়—সরকার ও জনগণের বিজয়: নেজামে ইসলাম অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা ঘোষণাপত্রে সই না থাকলে বাতিল হবে পোস্টাল ব্যালটের ভোট তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন আইনজীবী শিশির মনির আলোচনার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্যা সমাধানে আগ্রহী আফগানিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে দিনের ভোট রাতে হবে না

'সঠিক পদক্ষেপের ফলে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ যথাসময়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় সঠিকভাবে ভাইরাসটি মোকাবেলার কারণে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়েছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেন ব্লেকেন।

নরওয়ের রাষ্ট্রদূত সিডসেন ব্লেকেন ৪ বছর দায়িত্ব পালন শেষে বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন। শিরীন শারমিন চৌধুরী তার প্রশংসা করে বলেন, অত্যন্ত সফলতার সঙ্গে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এর ফলে বাংলাদেশ-নরওয়ের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন অন্য যেকোনো সময়ের চাইতে শক্তিশালী। সময়ের ব্যবধানে এই সম্পর্ক আরো শক্তিশালী হলে বলে মন্তব্য করেন স্পিকার।

বিদায়কালে সিডসেন ব্লেকেন বাংলাদেশের করোনা পরিস্থতি, বর্তমান সরকারের সাফল্য, দুই দেশের সম্পর্ক, করোনা ভাইরাস মোকাবেলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নরওয়ে যেসব দেশকে তার সবেচেয়ে কাছে বন্ধু বিবেচনা করে তার মধ্যে একটি হল বাংলাদেশ। আমি আশা প্রকাশ করি, দিন দিন এই সম্পর্ক আরো গভীর হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যে কোনো বিষয়ে একে অপরের পাশে থাকবে দুই দেশ।

করোনা মোকাবেলা নিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউরোপের দেশগুলোর চাইতে বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ। তারপরও করোনা মোকাবেলায় ইউরোপের দেশগুলোর চাইতে আমাদের অবস্থা অনেক ভালো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই পরিস্থিতি এখনো ভালো আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী এবং সময়োচিত সিদ্ধান্তের কারণেই এটা সম্ভব হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ