মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
রাস্তা থেকে মাদ্রাসাছাত্রকে অপহরণ, মুক্তিপণ না পাঠালে হত্যার হুমকি দেশকে নতুন রাজনৈতিক সংস্কার উপহার দেবে এনসিপি: হাসনাত নতুন মদের দোকান চালু করছে সৌদি ‘কোনো আশ্বাস নয়, অবিলম্বে কওমি স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই’ সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের  দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি: ধর্ম উপদেষ্টা ভূমিকম্পে ঝুঁকি: প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড কেবল কিতাবি জ্ঞানে একজন শিক্ষার্থী সমৃদ্ধ হতে পারে না: ইকরা প্রিন্সিপাল মঙ্গলবার তিন জেলায় ৫টি গণসমাবেশে বক্তব্য দেবেন ইবনে শাইখুল হাদিস

মানিকনগর মাদরাসার ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মানিকনগরের জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল আজ থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার মানিকনগরের ওয়াসা রোডের মাদরাসার সংলগ্ন মাঠে এই ওয়াজ মাহফিল চলবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস।

প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে থাকবেন- মুফতি মুশতাকুন্নবী কাসেমী, আল্লামা নজীর আহমদ। দ্বিতীয় দিন বিশেষ অতিথি হিসেবে থাকবেন- আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা মেরাজুল হক মাজহারী।

এছাড়াও বয়ান করবেন- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অর্থসচিব ও যাত্রবাড়ির বাইতুন নূর মাদরাসার মুহতামিম মুফতি মনিরুজ্জামান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি ইমাদ্দুদিন, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম।

 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ