মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


এবার ওমরার কথা বলে দুদকের কাছে সময় চাইলেন রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমরাহ পালনের কথা বলে আবারও দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হতে সময় চাইলেন জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ সোমবার এ বিষয়ে দুদককে চিঠি দিয়েছেন তিনি। তাতে তিনি বলেছেন, ওমরাহ পালনের জন্য আজই দেশ ছাড়ছেন তিনি। যে কারণে দুদকে উপস্থিত হতে পারবেন না।

জানা যায় এর আগে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততা’ ও ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে দুদকের কাছে সময় চেয়েছিলেন রুহুল আমিন হাওলাদার। পরে তিনি উচ্চ আদালতেরও শরণাপন্ন হয়েছিলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুর্নীতির অভিযোগে আজ (সোমবার) দুদকে হাজির হওয়ার কথা ছিলো রুহুল আমিনের।

কিন্তু তিনি আজ হাজির না হয়ে কমিশনের কাছে সময়ের আবেদন করেছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, তিনি আজই ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন। ওমরাহ পালন শেষ না করে তিনি কমিশনে হাজির হতে পারবেন না।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ