শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যা মামলায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার অ্যালিফান্ট রোডে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিন (৬৬) হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতর নাম রুনু আক্তার। রানু নিহতের বাসায় দুই গৃহকর্মী এনে দিয়েছিলেন।

গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে নিহতের স্বামী মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা একটি হত্যা মামলা করেন।

রুনুকে নিয়েই রেশমা ও স্বপ্নাকে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানা পুলিশের এক উপ পরিদর্শক।

তিনি বলেন, রুনু আক্তারকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে রুনুকে নিয়ে বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক স্থানে পুলিশ কাজ করছে। রেশমা ও স্বপ্নাকে ধরতে রুনু আক্তার সবচেয়ে বেশি সহায়তা করবে।

তদন্তের পরে সিদ্ধান্ত নেয়া যাবে, হত্যার সাথে রুনু আক্তার জড়িত ছিলেন কিনা। তবে বাদী যেহেতু দুই আসামীর পাশাপাশি রুনু আক্তারের নাম এজাহারের শেষে জড়িত থাকার সন্দেহে উল্লেখ করেছেন তাই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপ পরিদর্শক।

অন্যদিকে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সাবেক অধ্যক্ষ হত্যার ঘটনায় একাধিক লোক জড়িত থাকতে পারে। তাই ড্রাইভারকেও সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেহেতু তার নাম এজাহারে উল্লেখ নেই তাই এখনই তাকে গ্রেফতার করা হচ্ছে না। তবে তাকে পুলিশ বেষ্টনির মধ্যে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ