মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

সাহায্যের আবেদন, বাঁচতে চায় মাও.আজীজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এম. মিজানুর রহমান
বান্দরবান 

পেটের ক্ষতজনিত রোগে আক্রান্ত হয়ে তীব্র ব্যথায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অসহায় তরুণ আলেম মাও. আজীজুল হক।

তিনি কক্সবাজার চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউপির ৭নং ওয়ার্ড পূর্ব সাওদাগর ঘোনার দিনমজুর রফিকুল ইসলামের ছেলে।

বিগত ৬ মাস ধরে আজিজুল হক জটিল রোগের সাথে চ্যালেঞ্জ করে চার লক্ষাধিক টাকা ব্যয় করেও ব্যর্থ। পরিশেষে তার পরিবার তার সুস্থতার আশা ছেড়ে দেওয়ার মত অবস্থায় রয়েছে। তার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব এবং ফ্যামেলির মধ্যে বিষাদের ছায়া নেমে এসেছে। রোগীর ধারাবাহিক চিকিৎসা ব্যয় মিটাতে বর্তমানে  তার পরিবার প্রায় নিঃস্ব।

এদিকে অভিজ্ঞ চিকিৎসকেগণ জানিয়েছেন, দুই ধাপে ট্রিটমেন্টে করলে সুস্থ হয়ে উঠতে পারে আজীজুল হক। এতে অনেক টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তবে বাঁচার শেষ আকুতি নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছেন ৪'দিন।

জানা যায়, আজিজের বন্ধুবান্ধব এবং সিনিয়র পারসন কয়েকজনের সমন্বয় উদ্যোগে গঠন করা হয় একটি ফান্ড। ইতিমধ্যে বেশ অনেকেই আশা জাগানিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই ফান্ড থেকে ইমারজেন্সি ৩'টি টেস্টের কাজ চলমান। আজিজ ও তার ফ্যামেলির মুখে হাসি ফুটাতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার জন্য সমাজের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার। সহযোগিতা পাঠাতে সরাসরি চট্টগ্রাম মেডিকেল ৪র্থ তলা ২৪ নং ওয়ার্ডের ৬নং সীট অথবা এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
01842-768292 ( নগদ/বিকাশ )
                                                 > পার্সোনাল
01834-516570 ( নগদ/বিকাশ ) 

  এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ