মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ।। ১৫ পৌষ ১৪৩২ ।। ১০ রজব ১৪৪৭


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন, আসতে পারে জোট ছাড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবারের নির্বাচনে ইসলামপন্থীদের ‘একবাক্স’ নীতির আলোচনার শুরু থেকেই এর সঙ্গে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মূলত এই দলটিই জামায়াতে ইসলামীসহ অন্যদের সংগঠিত হওয়ার চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের কারণে ইসলামী আন্দোলন এই জোট বা মোর্চা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দলের অবস্থান তুলে ধরবেন। ধারণা করা হচ্ছে, তিনি  জোট ছাড়ার ঘোষণা দিতে পারেন অথবা জামায়াতে ইসলামীকে আলটিমেটাম দিতে পারেন।

সংশ্লিষ্টরা জানান, শুরু থেকে কথা ছিল সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা হবে। সেভাবেই এগোচ্ছিল সবকিছু। কিন্তু শেষ মুহূর্তে এসে জামায়াতে ইসলামীর বড়ভাই-সুলভ আচরণের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়। জামায়াত বাকি সাত দলের সঙ্গে কোনো আলোচনা না করে এনসিপিসহ আরও কয়েকটি দলকে জোটে যুক্ত করে। তাদের মধ্যে আসনও বণ্টনের আলোচনা চালায়।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামী আন্দোলনকে জামায়াত ৩০ থেকে ৩৫টি আসনে ছাড় দিতে চায়। আর দলটির দাবি প্রায় দ্বিগুণ। এটা নিয়েই মূলত টানাপোড়েন চলছে এবং সম্ভাবনাময় এই জোট বা মোর্চা এখন ভাঙনের হুমকির মুখে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ