সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-১১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ নির্বাচন কমিশন থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে বাড্ডায় মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নগর উত্তর ও ঢাকা-১১ আসনের নেতৃবৃন্দ।

শেখ ফজলে বারী মাসউদ উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার প্রধান শর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। আর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা আশা করি নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশবাসীর আস্থা অর্জন করবে। যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাদেরকে দ্রুতই আইনের আওতায় আনতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ