সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭


ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার একদিনের মাথায় ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানায়।

তিনি বলেন, বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

এর আগে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়া নিয়ে রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বৃহত্তর ঐক্যের জায়গা থেকে এনসিপি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে।

তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারাদেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরও দু’টি দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম এই ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মধ্য নিয়ে নির্বাচনি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে আধিপত্যবাদী আগ্রাসনি শক্তি এখনও কার্যকর রয়েছে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যাদের আমরা পরাজিত করেছিলাম তারা এখনও নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। তারা চক্রান্ত করছে সংস্কার ও বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য। সেই সঙ্গে তারা জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করছে। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কাল আপনার গায়ে লাগবে, পরশু আমার গায়ে লাগবে। কারণ, প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে- সারাদেশের তরুণ নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে তারা।

এই পরিবর্তিত প্রেক্ষাপটে এনসিপির দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। 

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ