সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে শেখ নূরে আলম হামিদীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বিশিষ্ট ওয়ায়েজ মুফতি নজরুল ইসলাম কাসেমী স্ট্রোক করে হাসপাতালে ‘মাওলানা আব্দুর রহিমের ইন্তেকালে ইলমি জগতে শূন্যতা সৃষ্টি হলো’ এনসিপির মুখপাত্র হচ্ছেন আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল আলেম গড়ার এক কারিগরের বিদায় জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের

মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার সাধ্য নেই। মহান আল্লাহর এমনই পরিকল্পনা যে, আমার বাবা (অলি আহাদ) ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিনের কী অদ্ভুত ইচ্ছা যে, ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকেও স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা ও তাঁর বাস্তবায়ন মানুষের বোধশক্তির বাইরে।’

নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আপনারা প্রতিটি মানুষের চোখে আশা, ভালোবাসা ও আস্থার প্রতিফলন দেখতে পাচ্ছেন। মানুষ আমার ওপর যে বিশ্বাস রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি।’

মনোনয়নপত্র জমাদানের সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ