সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ।। ১৪ পৌষ ১৪৩২ ।। ৯ রজব ১৪৪৭

শিরোনাম :
আলেম গড়ার এক কারিগরের বিদায় জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না: হেফাজতে ইসলাম মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মনোনয়নপত্র জমা দিয়ে রুমিন বললেন- ‘এটা আল্লাহর পরিকল্পনা’ সরকার নির্বাচনে পুরোপুরি প্রস্তুত, জানালেন প্রধান উপদেষ্টা দেড় যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান হাজারীবাগে মুফতি জসিম উদ্দিন রাহমানির পাশে বোমার শব্দ, পুলিশ বলছে ‘পটকা’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীবের মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি জোট মনোনীত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সরাইল উপজেলা নির্বাচন কমিশন অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা এবং দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা উপলক্ষে নির্বাচন কমিশন অফিস এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা জোট প্রার্থীর বিজয় কামনা করেন এবং আগামীর নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করবো।

তিনি সকল স্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ