বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭


ইসলামী ঐক্যজোটের নির্বাহী বৈঠকে গুরুত্বপূর্ণ দুই সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

লালবাগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়ার বাস্তবতা এবং জোটের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে গভীর ও বিস্তৃত আলোচনা হয়।

দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—

১. আগামী জাতীয় নির্বাচনে ইসলামী ঐক্যজোট নিজস্ব প্রতীক ‘মিনার’ নিয়ে অংশগ্রহণ করবে।

২. ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে নির্বাচনী সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে, যাতে একটি গ্রহণযোগ্য, গণমুখী ও কার্যকর রাজনৈতিক ঐক্য গড়ে তুলে নির্বাচনে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা যায়।

বৈঠক থেকে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়, নমিনেশনপত্র জমা দেওয়ার সময়সীমা এক সপ্তাহ বৃদ্ধি করার জন্য। কারণ, প্রতীক বরাদ্দ পেতে বিলম্ব হওয়ায় প্রার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সময়সংকট সৃষ্টি হয়েছে।

তবে সকল সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার মধ্যেও ইসলামী ঐক্যজোটের নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করে বলেন—

ইনশাআল্লাহ, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী ঐক্যজোট শতাধিক প্রার্থীকে নমিনেশন দিতে সক্ষম হবে।

বৈঠক থেকে নেতৃবৃন্দ দেশবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ