দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিএনপির এই নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে গণসংবর্ধনার। ইতোমধ্যে সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন তারেক রহমানের অপেক্ষায় আছেন নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন ঘিরে আয়োজিত সংবর্ধনায় অংশ নিতে কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো মানুষ ঢাকায় আসছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট) নির্মিত সংবর্ধনাস্থলকে কেন্দ্র করে দেখা গেছে মানুষের ঢল। দলে দলে সমর্থকরা আসছেন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। ফ্লাইওভার ও সড়কপথে জনস্রোত সভামঞ্চের দিকে যাচ্ছেন।
মূলত বুধবার থেকেই রাজধানীর কুড়িল-পূর্বাচল ৩০০ ফুট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নিতে শুরু করেন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
কুড়িল মোড় থেকে সংবর্ধনাস্থলে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। কুড়িল মোড় থেকে কিছুটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের বিশাল মঞ্চ। গণসংবর্ধনার সময় মঞ্চে তারেক রহমানের সঙ্গে বিএনপির ২৫ জন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকবেন।
গণসংবর্ধনাস্থলে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। মঞ্চের দুই পাশে তাদের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও নিজেদের ব্যবস্থাপনায় নিরাপত্তার কাজে যুক্ত রয়েছেন।
মঞ্চের দুই পাশের সড়কের বাতির খুঁটিতে স্থাপন করা হয়েছে মাইক। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য বসানো হয়েছে একাধিক ইলেকট্রনিক পর্দা (এলইডি স্ক্রিন)। জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবা দিতে ছয় শয্যার একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে। রাখা হয়েছে সুপেয় পানির ব্যবস্থাও।
আরএইচ/