যশোর-৫ (মনিরামপুর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে ছাড় দিয়েছে বিএনপি। এখানে দলটির কোনো প্রার্থী থাকবে না।
বুধবার (২৪ ডিসেম্বর) এই খবরে মনিরামপুরে আনন্দ উল্লাস করেন জমিয়তের নেতাকর্মীরা। তারা বিএনপিকে ধন্যবাদ জানান।
রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মনিরামপুর জমিয়তে উলামা ইসলামের আনন্দ মিছিল বের হয়।
এর আগে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি আরও আটটি আসনে শরিকদের ছাড় দেয়। এর মধ্যে যশোর-৫ আসনটিও রয়েছে।
মাওলানা রশীদ বিন ওয়াক্কাস হলেন ঐক্যবদ্ধ জমিয়তের দীর্ঘদিনের মহাসচিব এবং একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে। মুফতি ওয়াক্কাস এই আসনের একাধিকবারের সংসদ সদস্য। সাবেক প্রতিমন্ত্রী এবং হুইপ। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের এমপি ছিলেন তিনি। সবশেষ ২০১৮ সালেও তিনি এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
যশোরের এই আসনটি হিন্দু অধ্যুষিত। এর মধ্যেও মুফতি ওয়াক্কাস একাধিকবার এই আসন থেকে বিজয়ী হয়েছেন। কথিত আছে, এখানকার হিন্দুরাও একজন মাওলানাকে তাদের জন্য নিরাপদ মনে করে ভোট দিতেন। বিএনপির ছাড় পাওয়ায় এই আসনে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সম্ভাবনা অনেকটা উজ্জ্বল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
আরএইচ/