বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ।। ৯ পৌষ ১৪৩২ ।। ৪ রজব ১৪৪৭


ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মাও. মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ফরিদপুর-৪ আসনের সংসদ পদপ্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করা শুরু করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থী সরকারি কোষাগারে নির্ধারিত জামানত জমা দিয়ে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের সদরপুর, ভাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী,

আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী ওয়ালিউল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকারিয়া, ভাঙ্গা উপজেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন আবরার প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর মাওলানা মো. মিজানুর রহমান মোল্লা তার এক প্রতিক্রিয়ায় বলেন,

 “আমরা ইনসাফ কায়েমের লক্ষ্য নিয়ে নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করেছি। দুর্নীতি ও বৈষম্য দূর করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। ফরিদপুর ৪-আসনের জনগণ এবার বাংলাদেশ খেলাফত মজলিসের ওপর আস্থা রাখবেন, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায় এবং নৈতিক রাজনীতির চর্চায় তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এজন্য তিনি ফরিদপুর ৪-আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ