জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি ও সমমনা দলের আসন সমঝোতার বিষয়টি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন ১৫০ আসন চেয়েছে-এমন গুঞ্জন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি শোনা কথা। যে যেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকে সেখানেই দেব। পিরোজপুর সাঈদীর আসন, ছেড়ে দেব। যেখানে জামায়াত শক্তিশালী সেখানে আমরা ছেড়ে দেব।
সমঝোতা হলে বরিশাল এবং বাকেরগঞ্জের দুই আসনেই নির্বাচন করবেন কি না সেটির দলের সিদ্ধান্ত বলে জানান ইসলামি আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীম।
বরিশাল সদর আসন প্রসঙ্গে তিনি বলেন, বরিশালের সিট কার তা বলার দরকার পরে না। জোট হলে অবশ্যই আমাদের ছেড়ে দেবে। আমিরের এলাকার সিটই যদি আমির না পায় তবে আর জোট কিসের? এবং এটা ঔদ্ধত্য মূলক প্রশ্ন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশে হত্যা বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। যারা নিজেদের শক্তিশালী দাবি করে তারা বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছে। আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ বজায় রাখতে পারে কি না তা নিয়ে সন্দেহ পোষণ করছি।
সিইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত সিইসির পরিণতি কি হয়েছে তা আপনারা জানেন। তারা যেন ভবিষ্যতে মবের আওতাধীন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নির্বাচনে কোন দুর্নীতিবাজকে নির্বাচিত করবেন না। দেশ ধ্বংসের দার প্রান্তে। দেশ কে রক্ষা করতে হবে।
এ সময় উপস্থিতি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এ্যাসিস্টান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এনএইচ/