সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭


কুমিল্লা–৭ চান্দিনা আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিস মনোনীত ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মাওলানা সুলাইমান খানের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

 (২১ ডিসেম্বর ২০২৫) চান্দিনা উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মাদী।

এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মাওলানা ছফিউল্লাহ ফরাজী, হাফেজ এমদাদুল্লাহ শামসী, মাওলানা নেয়ামত উল্লাহ, চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক ডা. কাউসার আহমদ, চান্দিনা পৌরসভা সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদ শুয়াইব, পৌরসভা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান খান, উপজেলা অর্থ সম্পাদক হাসান আহমদ, উপজেলা নির্বাহী সদস্য হাফেজ মামুনুর রশিদ ও মাওলানা মনির ফরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ