বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ আছর ভাঙ্গা ঈদগাঁ মাদরাসা মসজিদ চত্বর থেকে শুরু করে ভাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে, উপজেলা, কোর্টপাড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহে এসে মুনাজাতের মাধ্যমে এ বিজয় র‍্যালী শেষ হয়।

তার পূর্বে এ বিজয় র‍্যালীর প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ইসাহাক চোকদার বক্তব্য প্রদান করেন। 
তিনি তার বক্তব্যে বলেন, "১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখজনকভাবে আজও সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদের রক্তকে অর্থবহ করা। রাষ্ট্র পরিচালনায় মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশকে বারবার সংকটের মুখোমুখি হতে হয়েছে। তাই এবারের বিজয় দিবস স্বাধীনতাকে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।"

মাওলানা মো. ইসাহাক চোকদার আরও বলেন, "ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই মহান মুক্তিযুদ্ধকে ব্যর্থ হতে দিতে পারে না। দেশে সুশাসন প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশা আল্লাহ।"

বিজয় র‍্যালীর সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি আ. হান্নান মাতুব্বর, র‍্যালী পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক ডা. আতিয়ার রহমান,

বিজয় র‍্যালির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান। 

এছাড়াও বিজয় র‍্যালীতে অংশগ্রহণ করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখা সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মুন শিকদার, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি সৈয়দ ওমর ফারুক, সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম আবরার, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ