বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত  বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দীপ্ত শপথ নেওয়ার আহ্বান হেফাজতের

স্বাধীনতা রক্ষার লড়াইয়ে ঐক্য অপরিহার্য: মাওলানা আব্দুল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ৩টায় নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে বিজয়ের ৫৪ তম দিবসে পরিবর্তনের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রায় নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখজনকভাবে আজও সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি আমাদের দায়িত্ব হলো তাদের রক্তকে অর্থবহ করা। রাষ্ট্র পরিচালনায় মানুষের প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশকে বারবার সংকটের মুখোমুখি হতে হয়েছে। তাই এবারের বিজয় দিবস স্বাধীনতাকে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।

মাওলানা আব্দুল আউয়াল আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই মহান মুক্তিযুদ্ধকে ব্যর্থ হতে দিতে পারে না। দেশে সুশাসন প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সাবেক সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর উপদেষ্টা এস এম আবু গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, সহ-সভাপতি তরিকুল ইসলাম কাবির, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন বন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা সভাপতি আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি বাদশা খান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা সহ-সভাপতি মুহাম্মাদ শাহরিয়ার তাজ, ৬নং ওয়ার্ড সভাপতি মাসুদুর রহমান, যুব আন্দোলনের মহাসিন হাওলাদার, রবিউল ইসলাম রবিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ