বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগ চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। জনসংযোগ চলাকালীন পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। আঘাত পাওয়ার পরও তিনি প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানান, দ্রুত গতিতে চালানো অটোরিকশাটির চালক ছিল অল্প বয়সী। সাধারণ মানুষের সাথে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি মাসউদের শরীরে সামান্য লেগে যাওয়ায় তিনি পায়ে চোট পান। তার এক্স-রে করানো হয়েছে এবং সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতের ফলে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি দু-একদিন বিশ্রামে (বেড রেস্টে) থাকবেন বলে জানা গেছে।

আব্দুল হান্নান মাসউদ ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, অসাবধানতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটেছে এবং এতে কারও কোনো দোষ নেই। তিনি নিশ্চিত করেছেন, এটি কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে আবার নির্বাচনী প্রচারে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ