আজ ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা স্বাধীনতাকামী জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। শিক্ষক, আলেম-উলামা, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের আত্মত্যাগে আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছে।
রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের মাগফেরাত কামনা করেন।
তারা মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী ও মানবতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।
আল্লাহ তাআলা শহীদ বুদ্ধিজীবীদের শাহাদাত কবুল করুন এবং তাঁদের ত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তাওফিক দান করুন। আমিন।
এনএইচ/