বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে সাবেক উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। তিনি এবার বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি দল বদল করেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিজ অনুসারী বিএনপির নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাইতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের হাতে দলীয় সদস্য ফরম তুলে দিয়ে যোগদান করেন।

আব্দুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং একই উপজেলার চার বারের সাবেক উপজেলা চেয়ারম্যান। দলীয় মনোনয়ন না পেয়ে সম্প্রতি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণাও দিয়েছিলেন তিনি। ইসলামী আন্দোলনে যোগ দেওয়ায় এখন এই দলের হয়েই ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

এর আগে শনিবার বিকেলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মীদের নিয়ে বরিশালের চরমোনাই পীরের দরবারে যান আব্দুর রউফ তালুকদার। সেখানে চরমোনাই মসজিদে আসরের নামাজ আদায় করেন তিনি। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করেন। এরপর চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে হাত রেখে দলটিতে যোগদান করেন।

এর আগে জামালপুর-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি। সেখানে দলটির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। মনোনয়ন না পেয়ে গত ২০ নভেম্বর সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরশহরের নিজ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন আব্দুর রউফ তালুকদার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ