বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর–তারাকান্দা উপজেলা শাখার যৌথ উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকের পক্ষে জনমত সংগঠিত করার লক্ষ্যে মাঠপর্যায়ের নির্বাচনি দায়িত্বশীলদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় ফুলপুর পালকি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতি আজিমউদ্দিন শাহ জামালী। যৌথভাবে সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হুসাইন খাঁন জিহাদী এবং যুব মজলিস ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। তিনি মাঠপর্যায়ের সংগঠন, নির্বাচনি পরিকল্পনা ও কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশের রাজনৈতিক শক্তি মূলত দুই পক্ষে বিভক্ত হয়ে পড়ে। জনগণের প্রত্যাশা পূরণের স্বার্থে আমাদেরও একটি পক্ষ বেছে নিতে হয়েছে।’
আটদলীয় ঐক্যে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সাধারণ মুসলিম জনতার আবেগ ও চাহিদা মূল্যায়ন করে বৃহৎ ইসলামি শক্তির সাথে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি ছিল। এবারের নির্বাচনে বৃহৎ দুই পক্ষের বাইরে তৃতীয় পক্ষকে জনগণ বিবেচনায় নেবে না—এটাই বাস্তবতা।’
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এবং ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ।
তিনি বলেন, ‘জাতীয় ও রাষ্ট্রীয় স্তরে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার সুযোগ কাজে লাগাতে এবং মাওলানা মামুনুল হকের নির্দেশে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। দায়িত্বশীল রাজনীতির জায়গা থেকেই আমি নির্বাচনের মাঠে নেমেছি।’
তিনি আরও বলেন, ‘ইসলাম ও দেশের স্বার্থে অতীতে বহু ঝুঁকি নিয়েছি। দেশের এই ক্রান্তিকালেও আরও একটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ পথচলায় স্থানীয় দায়িত্বশীলদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান।
কর্মশালায় ফুলপুর ও তারাকান্দা উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিস এবং যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
স্থানীয় দায়িত্বশীলরা বলেন, ‘জাতীয় সংসদে হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়াতে এবং ফুলপুর–তারাকান্দার উন্নয়নের স্বার্থে মুফতি মুহাম্মাদুল্লাহকে সংসদ সদস্য হিসেবে দেখতে আমরা বদ্ধপরিকর। তাঁকে বিজয়ী করতে সর্বোচ্চ মেহনত করা হবে।’
এনএইচ/