ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে দলীয় প্রার্থীদের অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ইসির এই নির্দেশনা মেনে নিজেই নিজের পোস্টার ছিঁড়েছেন ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পোস্টার ছেঁড়ার কার্যক্রমে অংশ নেন।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সারাদেশে রিকশা মার্কার প্রার্থীদের সব ব্যানার, পোস্টার, ফেস্টুন ও অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণের আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন— নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি যথাযথভাবে পালন করা প্রতিটি প্রার্থীর দায়িত্ব। রিকশা মার্কার সকল প্রার্থী ও কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিজেদের কার্যক্রমে আচরণবিধি কঠোরভাবে মেনে চলুন এবং আশপাশের অন্যদেরও তা মেনে চলতে উৎসাহিত করুন।
তিনি আরও বলেন, আচরণবিধির যে কোনো ব্যত্যয় বা অনিয়ম চোখে পড়লে দায়িত্বশীলভাবে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে লিখিত বা মৌখিকভাবে প্রতিবাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ইতোমধ্যে সারাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক সার্কুলার পাঠানো হয়েছে ।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা নিজেরা নির্বাচন আচরণবিধি শতভাগ মানার বিষয়ে আন্তরিক। আশা করি, অন্যান্য দল ও প্রার্থীরাও একই মনোভাব পোষণ করবেন। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের স্বচ্ছ প্রতিযোগিতা অপরিহার্য।
তিনি নির্বাচন কমিশনের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে বলেন— সকল দলের জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ এবং প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা কমিশনের একান্ত দায়িত্ব।
আরএইচ/