বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ।। ২ পৌষ ১৪৩২ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
মনোনয়ন না পেয়ে এবি পার্টিতে যোগ দিলেন জমিয়ত একাংশের নেতা বিজয় দিবসে খুলনা নগরীতে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি ও সমাবেশ বিজয় দিবসে বিভিন্ন উপজেলায় ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও র‍্যালি শান্তিতে নোবেল: মনোনয়ন পেলেন জাতিসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির শীতে গাজায় নবজাতকের মৃত্যু, ত্রাণ বাধায় মানবিক সংকট আরও গভীর শীতে এক কাপ তুলসি চা আপনার যেসব উপকার করবে একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি, তবে তা অর্থবহ হয়নি: চরমোনাই পীর ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ফরিদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশর এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত 

বিএনপির কাছে ময়মনসিংহ-১০ আসনে ছাড় চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে অংশ নেওয়ার আলোচনা চলছে। জমিয়তের পক্ষ থেকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ছাড় চাওয়া হয়েছে। দলটির নেতাকর্মীরা এই আসনে মাওলানা আব্দুল্লাহ আল বাকীকে জোটের প্রার্থী করার দাবি জানিয়েছেন।  

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এই দাবি জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার নেতারা।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। সারাদেশের মতো বৃহত্তর ময়মনসিংহেও রাজনৈতিক তৎপরতা এবং ডামাডোল তীব্রভাবে অনুভূত হচ্ছে। এরই মাঝে আমরা লক্ষ্য করছি- ময়মনসিংহের সবকটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে এখনো জোটগত সমন্বয় হয়নি। পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের অন্য কোনো আসনেও এখনো জোটের প্রার্থী ঘোষণা করা হয়নি। এ অবস্থায় বিএনপির সঙ্গে জমিয়তে উলামার জোট হলে ময়মনসিংহ বিভাগের যে কোনো একটি আসন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে দিতে হবে এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে অবশ্যই আলেম প্রার্থীর নাম ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল বাকী, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন, কেন্দ্রীয় সদস্য এবং নেত্রকোণা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, মাওলানা কামাল উদ্দিন ইউসূফ, মাওলানা মোজাম্মেল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ