বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের ওল্ডহ্যাম শাখার উদ্যোগে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সমাবেশ গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) মাদানী একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য শাখার সহসভাপতি ও ওল্ডহ্যাম শাখার সভাপতি মুহাদ্দীস শায়খ মাওলানা কমর উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শাহ নজির আহমদের পরিচালনার প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রবীণ নেতা ও যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মাওলানা শেখ ইয়াহইয়া সাহেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহসভাপতির ও ব্রাডফোর্ড শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক (নর্থ) মাওলানা বুরহান উদ্দিন বাহার, যুক্তরাজ্য শাখার সহকারী প্রচার সম্পাদক ও রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য ও ব্রাডফোর্ড শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল জলিল, যুক্তরাজ্য নির্বাহী সদস্য ও রচডেল শাখার সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, ওল্ডহ্যাম শাখার সহ সভাপতি আলহাজ্ব আরব আলী। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম শাখার সহসভাপতি আলহাজ্ব আব্দুল হাই, সহসভাপতি আলহাজ্ব শাহ ফিরুজ আলী, ব্রাডফোর্ড শাখার সহ সভাপতি আলহাজ্ব রইস আলী, ওল্ডহ্যাম সহ সাধারণ সম্পাদক হাফিজ মুতিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামছুল ইসলাম চৌধুরী,সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আলী,রচডেল শাখার সাংগঠনিক মুহাম্মদ মতিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, কমিউনিটির প্রবীণ নেতা আলহাজ্ব ফারুক মিয়া, প্রমূখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের দীর্ঘ তিন যুগের একটি সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস রয়েছে।শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকে ইসলাম, দেশ ও জাতির কল্যাণ আপসহীন ভাবে কাজ করে যাচ্ছে। নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান আমীরে মজলিস শাইখুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশে ও প্রবাসে সংগঠনের যে নবজাগরণ তৈরী হয়েছে তা আমাদের কে ধরে রাখতে হবে। পরিকল্পিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুশৃঙ্খল ও গতিশীল একটি সংগঠন গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
নেতৃবৃন্দ আসন্ন গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট প্রদান ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থীদের নির্বাচিত করে বৈষম্য মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে দেশবাসীর প্রতি আহবান জানান।
পরিশেষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. সহ সাবেক মরহুম নেতৃবৃন্দের মাগফিরাত ও দরজাহ বুলন্দি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা শেখ ইয়াহইয়া সাহেব।
এনএইচ/