বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ।। ২৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
রংপুরে শুরু বিভাগীয় ইজতেমা, কয়েক লাখ মুসল্লির সমাগম গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ  ‘ইসলাম ও দেশপ্রেমিক জনতার চাহিদার মূল্যায়ন করতেই বৃহত্তর ঐক্যের পথে অগ্রসর হয়েছি’ নরসিংদী-৩ আসনে রিকশা প্রতীকের প্রার্থীর গণসংযোগ  ‘সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ’ সমৃদ্ধ হাটহাজারী গড়তে জমিয়ত  প্রার্থীর হাতকে শক্তিশালী করুন: আল্লামা খলিল আহমদ ইসরাইলি সেনাদের পদত্যাগের হিড়িক ঢাকা-১৩ আসনের ইমাম ও আলেম-উলামার সঙ্গে ইবনে শাইখুল হাদিসের মতবিনিময় গত ৯ মাসে ৩০ মিলিয়ন ডলার জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান

 ‘ইসলাম ও দেশপ্রেমিক জনতার চাহিদার মূল্যায়ন করতেই বৃহত্তর ঐক্যের পথে অগ্রসর হয়েছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ নির্বাচনী আসনের উলামায়ে কেরামদের সাথে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা অঞ্চলের তিন শতাধিক ইমাম ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমিরে মজলিস বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়তে সচেষ্ট ছিলাম। কিন্তু নানা কারণে এই প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। পরবর্তী সময়ে রাজনৈতিক শক্তি মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে অভ্যুত্থান পরবর্তী জনগণের প্রত্যাশা পূরণে আমাদের দুই পক্ষের একটি পক্ষ অবলম্বন করতে হয়।

আন্দোলনরত ৮ দলের অন্তর্ভুক্ত হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক সাধারণ মুসলিম ভোটারদের চাহিদার মূল্যায়ন করতে গিয়ে আমরা বৃহৎ ইসলামি দলসমূহের সাথে ঐক্যবদ্ধ হয়েছি।

তিনি আরও বলেন, এবার বৃহৎ দুই পক্ষের বাইরে তৃতীয় কোনো পক্ষকে জনগণ ভোট দেবে না। অতএব আমরা বৃহত্তর ঐক্যের পথেই হেঁটেছি।

নির্বাচনের ময়দানে অবস্থান গ্রহণের কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম এবং জাতির পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার এই সুযোগকে কাজে লাগানোর স্বার্থেই আমি নির্বাচনের মাঠে অবতীর্ণ হয়েছি। রাজনীতি দায়িত্বশীলতার জায়গা থেকেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, বিগত সময়ে ইসলাম ও দেশের জন্য আমরা নানা ধরনের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। দেশের এই ক্রান্তিকালে আমি আরও একটি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার এই পথচলায় স্থানীয় উলামায়ে কেরামের সহযোগিতা কামনা করছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ