বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ।। ২৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
রংপুরে শুরু বিভাগীয় ইজতেমা, কয়েক লাখ মুসল্লির সমাগম গাজা গণহত্যায় মানবাধিকার সনদ ‘মারাত্মকভাবে’ ক্ষতিগ্রস্ত: এরদোগান যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ  ‘ইসলাম ও দেশপ্রেমিক জনতার চাহিদার মূল্যায়ন করতেই বৃহত্তর ঐক্যের পথে অগ্রসর হয়েছি’ নরসিংদী-৩ আসনে রিকশা প্রতীকের প্রার্থীর গণসংযোগ  ‘সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ’ সমৃদ্ধ হাটহাজারী গড়তে জমিয়ত  প্রার্থীর হাতকে শক্তিশালী করুন: আল্লামা খলিল আহমদ ইসরাইলি সেনাদের পদত্যাগের হিড়িক ঢাকা-১৩ আসনের ইমাম ও আলেম-উলামার সঙ্গে ইবনে শাইখুল হাদিসের মতবিনিময় গত ৯ মাসে ৩০ মিলিয়ন ডলার জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান

 ‘সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের নির্বাচনী গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ডিসেম্বর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। এতে প্রধান আলোচক ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি ডা. এস এম নাসির উদ্দীন, নড়াইল-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূর, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুকসহ আরো অনেকে অনেকে।

বক্তারা বলেন, বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ যা চেয়েছিল, তা পাননি। অধিকার ফিরে পাননি। নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেননি। মানুষ হয়রানির শিকার হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। জনগণ ভালোকে ভালো বলতে জানেন, খারাপকে খারাপ বলতে জানেন। তাই এবার সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। এতে নারী, পুরুষসহ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আটটি দল একসঙ্গে হয়েছি। যেখানে যে দলের প্রার্থী মনোনীত হবেন, তাকে সবাই মিলে বিজয়ী করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ