এবারের নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। তিনি এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং আলেম-উলামার সঙ্গে এ ব্যাপারে মতবিনিময় করেছেন। স্থানীয় আলেমরা মাওলানা মামুনুল হকের রিকশা প্রতীকের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাতটায় রাজধানীর মোহাম্মদপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমিরে মজলিস ইমাম ও আলেমদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন। এরপর উলামায়ে কেরাম মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমাদের উম্মাহ্'র প্রয়োজনেই শায়খকে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। সংসদে আমাদের বলিষ্ঠ প্রতিনিধি রাখার স্বার্থে আমরা জানপ্রাণ দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো।
মূলত এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরু করলেন আলোচিত নেতা মাওলানা মামুনুল হক।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীসহ আটটি দলের মধ্যে যে আসন সমঝোতার আলোচনা চলছে সেখানে রয়েছে মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসও। সমঝোতা হলে এই আসনে মাওলানা মামুনুল হক আট দলের একক প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে দলটি সমর্থন দেবে বলে জানা গেছে।
এনএইচ/