বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ।। ২৫ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বেলা ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে নাসির উদ্দিন কমিশনের সাক্ষাৎ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? ময়মনসিংহ-১ আসনে রিকশার প্রার্থীর ব্যাপক গণসংযোগ আজ নাটোরে তিনটি মডেল মসজিদ উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হাতপাখায় ভোট দিন’ দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে ইসলামের কোনো বিকল্প নাই : চরমোনাই পীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসসহ আহত ৪ সেদিন সরকারের তিন মন্ত্রীর সঙ্গে মিটিং করে আন্দোলন প্রত্যাহারে চাপ দেয় ডিজিএফআই মাহফিলে বয়ানরত অবস্থায় মারা যাওয়া বক্তার দাফন সম্পন্ন

‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হাতপাখায় ভোট দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর থানা) আসনে হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, নব্য চাঁদাবাজদের প্রতিহত করতে কোনো সংঘর্ষের প্রয়োজন নেই, নীরবে হাতপাখায় ভোট দিয়ে প্রমাণ করে দিন- জনগণ তাদের চায় না।

তিনি বলেন, লুণ্ঠনকারী, হত্যাকারী ও ধর্ষণকারীদের কর্মকাণ্ড জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। শ্রীলঙ্কায় স্বৈরশাসককে হটাতে তরুণদের ভূমিকা যেমন ছিল গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশেও তরুণদের আন্দোলনের ফলেই বিএনপির নেতাকর্মীরা মামলা থেকে নিষ্কৃতি পেয়েছে এবং খালেদা জিয়াও কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঘোষিত পটুয়াখালী-৪ আসনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুয়াকাটা পৌর ও লতাচাপলী ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, যারা অতীতের আত্মত্যাগ ভুলে গেছে, তারাই আজ লুটতরাজে জড়িয়ে পড়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হলে, মসজিদ-মাদরাসা ও আলেম-ওলামাদের সম্মান রক্ষায় এই অপশক্তিকে প্রতিহত করতেই হবে। সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হাতপাখায় ভোট দিন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সদস্য মুফতি হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা শহিদুল ইসলাম, ধূলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়েতউল্লাহ জিহাদী ও মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম বেপারী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ