মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৪ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে ইসলামের কোনো বিকল্প নাই : চরমোনাই পীর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসসহ আহত ৪ সেদিন সরকারের তিন মন্ত্রীর সঙ্গে মিটিং করে আন্দোলন প্রত্যাহারে চাপ দেয় ডিজিএফআই মাহফিলে বয়ানরত অবস্থায় মারা যাওয়া বক্তার দাফন সম্পন্ন উপদেষ্টারা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে খেলাফত মজলিসে যোগ দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট আলেম ঢাকা-৭ আসনে হাতপাখার প্রার্থীর ‘পরিবর্তন যাত্রা’ পঞ্চগড়ে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত

দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে ইসলামের কোনো বিকল্প নাই : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম বলেছেন, “দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই।

দেশে বিগত সরকার দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছিল এবং তাদের দ্বারা লালিত হয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী। এ কারণে বাংলাদেশ দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।” তিনি বলেন, “ইসলামের গণজাগরণ দেখে একটি রাজনৈতিক চক্র তাদের পরাজয়ের ভয়ে আবোল তাবোল বক্তব্য প্রদান করছে। ইসলামিক দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে সর্বত্র কুরআনের রাজত্ব কায়েম করা হবে। তখন এদেশ হবে সুখী-সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত।” তিনি আরো বলেন, “ইসলাম দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে দেশে মাদক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ভূমিদ্যসু কারোর ঠাঁই বাংলার মাটিতে থাকবে না।” তিনি আজ ৯ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে এ কথা বলেন।

বিকাল ৩ টায় পালেরহাট মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন নায়েবে আমির অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ , বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন খুলনা- ১ আসনের প্রার্থী মাওলানা আবু সাঈদ, ইসলামী আন্দোলন খুলনা জেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান, খুলনা মহানগর শাখার সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, খেলাফত মজলিস রূপসা উপজেলা শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম। ইসলামী আন্দোলন রূপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনার রশিদের পরিচালনায় বক্তৃতা করেন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাবেক শিবির নেতা স.ম এনামুল হক, মুফতি আশরাফুল ইসলাম, আব্দুল করিম জমাদ্দার, হাফিজুর রহমান মাওলানা ইমরান আলী, নাসিরুল্লাহ হুসাইন, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, সেলিম সরদার, নাজমুল সাকিব, হেলাল উদ্দিন শিকারী, জামাল উদ্দিন মিজানুর রহমান, রাতুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হুমায়ুন কবির মল্লিক, রেজাউল কবি খান, আব্দুল্লাহ ইমরান, আব্দুস সাত্তার হালদার, তাওহিদুল ইসলাম, মামুন আব্দুর, রকিব, মুফতি ফজলু আবু তাহের, ইমরান আহমেদ প্রমূখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ