আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও দাঈ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা নজরুল ইসলাম মাযহারী, হাফেজ মাওলানা নুরুল হক, হাফেজ মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য কাজী আরিফুল রহমান, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
আরএইচ/