ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, পুরান ঢাকা আমাদের ঐতিহ্যের অংশ। আমাদের সভ্যতার সূতিকাগার। আমাদের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। কিন্তু এই পুরান ঢাকা এখন সন্ত্রাস, চাঁদাবাজির কেন্দ্র হয়ে উঠেছে। সময়ের তাকিদে পুরান ঢাকাকে পরিকল্পনার অধিনে গড়ে তোলা হয় নাই। ফলে পুরান ঢাকা মানুষকে সর্বদা ভূমিকম্প, অগ্নিকাণ্ডের আতংকে থাকতে হয়। এর দায়দায়িত্ব বিগত আমলে যারা সরকার চালিয়েছে তাদের সকলের। অতীতের এমপি-মন্ত্রীরা ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় যাওয়ার পরে কোনো কাজ করে নাই। যার ফলে আমাদের তিলোত্তমা ঢাকা বিশেষ করে পুরান ঢাকা আজ আতংকের নগরীতে পরিনত হয়েছে। চাঁদাবাদের আতংক, আগুনের আতংক, ভূমিকম্পের আতংক। এই আতংক থেকে রক্ষা পেতে আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন। ইনশাআল্লাহ, তিলোত্তমা ঢাকাকে আবারো আগের জৌলুশে ফিরিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা-৭ আসনের পরিবর্তন যাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকার লালবাগে আব্দুল আলিম মাঠ হতে ঢাকা-৭ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি শুরু হয়ে ঢাকা-৭ আসনের বিভিন্ন থানা প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন মাজারের সামনে গিয়ে শেষ হয়।
বাবু বাজার ব্রিজ সংলগ্ন মাজারের সামনে প্রার্থী তার সমাপনী বক্তব্যে বলেন, ঢাকা ৭ আসনের মানুষকে একটি বার্তা দেওয়ার জন্যই আমাদের এই ‘পরিবর্তন যাত্রা’ । পুরান ঢাকার মানুষ স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল ও নেতার পরিবর্তন দেখেছে কিন্তু ঢাকার প্রানকেন্দ্র পুরান ঢাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখেনি। কিন্তু এবার জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি সুযোগ এসেছে ইসলাম কে ক্ষমতায় নিয়ে পুরান ঢাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার। মানুষ যদি ভাগ্যের পরিবর্তন চায় তাহলে ইসলামকে ক্ষমতায় নেয়ার বিকল্প নেই। এজন্যই মানুষকে সচেতন করার লক্ষেই আমাদের এই ‘পরিবর্তন যাত্রা’। যারা পুরোনো বন্দোবস্তের পরিবর্তন চায় এবং নতুন বাংলাদেশ বিনির্মান চায় তাদের প্রতি আহবান থাকবে আপনারা ইসলামের পক্ষে হাতপাখায় ভোট দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তনের সুযোগ করে দিন।
এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ এর সহ সভাপতি এমএইচ মোস্তফা সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন থানা ও ওয়ার্ডের জনসাধারণ মানুষ।
আরএইচ/