ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘কোনো দল বা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর কোনও ষড়যন্ত্র জনগণ কাছে গ্রহণযোগ্য হবে না।’
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, ‘দেশের জনগণ একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন চায়।’ তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ পরিবেশে জনগণকে সেই নির্বাচনের ব্যবস্থা করে দেবে।
তিনি আরও বলেন, ‘ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হওয়া উচিত, যা জনগণের প্রত্যাশা।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে জনগণ তা গ্রহণ করবে না।’
ফয়জুল করীম যোগ করেন, ‘দেশের জনগণ চাঁদাবাজদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে না। বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। দেশের শান্তিপ্রিয় জনগণ—নারীরা নিরাপত্তা, ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসার পরিবেশ, চাকরিজীবীরা যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি এবং শ্রমিকরা ন্যায্য অধিকার চান। জনগণ কোন ধরনের আন্দোলন শুরু হওয়ার আগে তাদের মৌলিক অধিকার সুরক্ষিত দেখতে চায়।’
তিনি দাবি করেন, ‘যদি দেশে ২৮ লাখ কোটি টাকা পাচার না হতো, তবে কেউ দারিদ্র্যসীমার নিচে জীবন যাপন করত না।’
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা ইসমাঈল সিরাজি, মাওলানা মো. দ্বীন ইসলাম, মুহাম্মদ শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ।
আরএইচ/