মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৪ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
সন্তোষজনক আসন পেলে আট দলে যাওয়ার খবর ভিত্তিহীন: জমিয়ত বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফের’ আখ্যা দিলেন রাবি শিক্ষক তারেক রহমান দেশে ফিরলে কোনো ধরনের বাধা বা সমস্যা সৃষ্টি হওয়ার সুযোগ নেই : সারজিস আলম ‘ইসলামপন্থীরা এক থাকলে জাতীয় স্বার্থে কেউ আঘাত করতে পারবে না’ হাতপাখা নিয়ে লড়ছেন ইসলামী শ্রমিক আন্দোলনের শীর্ষ ৮ নেতা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে জুলাই গণঅভ্যুত্থান, জরিপ যা বলছে যশোরে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের যৌথ মতবিনিময় সভা তরুণ কওমি-ওলামার প্রতি বিদ্যমান পরিস্থিতিতে আমাদের করণীয় মাওলানা আবুল কালামের শয্যাপাশে বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ তফসিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

‘ইসলামপন্থীরা এক থাকলে জাতীয় স্বার্থে কেউ আঘাত করতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার জন্য দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করা এবং মুসলিম উম্মাহর বিরোধ-বিভেদের অবসান ও ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় খেলাফত মজলিসের ভুমিকা প্রসংশনীয়। তিনি বলেন, ইসলামপন্থীরা এক থাকলে ইসলাম ও জাতীয় স্বার্থে কেউ আঘাত করতে পারবেনা। এ প্রশ্নে সবাইকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোন বিকল্প নেই।

সোমবার (৮ ডিসেম্বর) বার্মিংহাম খেলাফত মজলিস আয়োজিত দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

শাখা সভাপতি মাওলানা আ.ফ.ম শুয়াইব এর সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম,  সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির ও যুক্তরাজ্য সাউথ শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল করিম মামরখানি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাদির সালেহ আরো বলেন, খেলাফত মজলিস দেশের ১৮ কোটি মানুষের কাছে ৭ দফা মৌল-কর্মসূচি ও ২৫ দফা আর্থ-সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার উপস্থাপন করার মধ্যদিয়ে ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজ কাঠামোর পুনর্গঠন, জনগণের সকল প্রকার মৌলিক মানবিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিতকরণ এবং ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক প্রতিনিধিত্বশীল দুর্নীতিমুক্ত একটি সরকার প্রতিষ্ঠার লক্ষে জনমত গঠন করে খেলাফত কায়েমের পথকে বেগবান ও প্রশস্ত করতে চায়। তিনি সবাইকে খেলাফত মজলিসের আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।

ক্বারী মুহাম্মাদ জাকির হুসাইনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থ শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মাহমুদ, লন্ডন মহানগরী শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, বার্মিংহাম শাখার সহ-সভাপতি হাজি আব্দুল ওয়াদুদ, হাফিজ মাওলানা শাহেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুল ইসলাম, আব্দুল মুহাইমিন উসামা বার্মিংহাম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর,  বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা শাফিউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মইনউদ্দিন ইকবাল, আল আমীন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াদুদ, বার্মিংহাম জামে মসজিদের ইমাম হাফেজ শাকির হুসাইন, অফিস সম্পাদক হাজী আব্দুশ শহীদ, সমাজ কল্যাণ সম্পাদক হাজী বুরহান উদ্দীন, রেভুলেশন অফ হিউম্যানিটির সভাপতি যুবনেতা নুফায়েজ রাইয়ান, আষ্টন শাখা সভাপতি হাজী তারেকুর রেজা চৌধুরী, হাজী আইয়ুব মিয়া, হ‍্যান্ডওয়ার্থ শাখা সভাপতি হাজী হান্নান উল্লাহ, হাজী সিরাজুল ইসলাম ভুইয়া, হাজী নজরুল ইসলাম, সাদেক লস্কর, হাজী আব্দুস সুবহান, হাজী আলতাফুর রহমান, হাফিজ মনজুর আহমেদ ক্বারী আলী আমজেদ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ