ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর শীর্ষ ৮ নেতাকে বিভিন্ন আসন থেকে মনোনয়ন দিয়েছে।
মনোনীত প্রার্থীরা হলেন মুহাম্মাদ খলিলুর রহমান, কেন্দ্রীয় সভাপতি (নোয়াখালী-২), মুহাম্মদ ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি (নরসিংদী-৩), কে. এম. বিল্লাল, সেক্রেটারি জেনারেল (মুন্সিগঞ্জ-২), মুহাম্মদ ওবায়দুর রহমান বিন মোস্তফা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (ভোলা-১), শাহ মুহাম্মদ জামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (ফরিদপুর-২), মুহাম্মাদ শরিফুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম-১৫), প্রকৌশলী সাইফুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক (ঢাকা-১৬), মুফতি হাবিবুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক (নারায়ণগঞ্জ-২)
শ্রমজীবী জনতার স্বার্থে দীর্ঘদিন কাজ করা দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ‘ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ’ এর নেতৃবৃন্দ ইতিমধ্যেই নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলেছেন এবং নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, নেতৃবৃন্দ ইতিমধ্যেই নির্বাচনে জয়ী হওয়ার জন্য পরিকল্পনাভিত্তিক ব্যাপক কাজ করে যাচ্ছেন। শীর্ষ আট দলের আসন সমঝোতায় প্রার্থিতা নিশ্চিত থাকলে বিজয়ী হওয়ার ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।
আরএইচ/