খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন শাহজালাল ইসলামী একাডেমির হলরুমে সোমবার (৮ ডিসেম্বর) এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন এবং অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল আব্দুল হান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে খেলাফত মজলিসের মনোনীত এমপি পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহ সভাপতি মাওলানা আকিক হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন প্রমুখ।
এনএইচ/