বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের অভিনব প্রতিবাদ হাফেজা/আলেমা শিক্ষিকা নিয়োগ দিচ্ছে আয়েশা সিদ্দীকা (রা.) মহিলা মাদরাসা শরীয়তপুরের বড়াইল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল শনিবার আমরা পণ করেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের: ইবনে শাইখুল হাদিস সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫ অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেবে পাকিস্তান বিএসএফের গুলিতে এক দিনে দুই বাংলাদেশি যুবক নিহত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানা সমস্যার সমাধানে বারবার আশ্বাসের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে অভিনব প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটি উপাচার্যের কার্যালয়ে প্রতীকীভাবে পাঁচ কেজি মুলা পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপাচার্যের একান্ত সচিব ড. এ. এফ. এম. বোরহান উদ্দিনের হাতে এই মুলার ব্যাগ তুলে দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন শুধু আশ্বস্ত করেই যাচ্ছে, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ নেই। এই আশ্বাসই একপ্রকার ‘মুলা ঝোলানো’। তাই তারই প্রতিবাদে প্রতীকীভাবে মুলা দিয়ে গেলাম।

নেতাকর্মীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় চলতি বছরে একটি ‘হিট প্রজেক্ট’ পেলেও প্রকল্প সংশ্লিষ্টরা চাওয়া ল্যাব রুম দুই মাসেও বরাদ্দ করতে পারেনি প্রশাসন।

এছাড়া, আগামী ২৫ ডিসেম্বর ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন হওয়ার কথা থাকলেও গঠনতন্ত্রের নীতিমালা এখনো ইউজিসিতে পাঠানো হয়নি বলেও জানান তারা। এতে জাতীয় নির্বাচনের আগে বাকসু নির্বাচন আদৌ হবে কি না—সে বিষয়ে সংশয় প্রকাশ করেন ছাত্ররা।

ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চললেও কার্যকর কোনো সমাধান নেই। প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে—যা এখন ‘মুলা’তে পরিণত হয়েছে। এই মুলা নিতে নিতে আমরা ক্লান্ত। তাই আজ প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই মুলা প্রশাসনকেই ফিরিয়ে দিলাম। আশা করি এবার তাদের টনক নড়বে।

সংগঠনের সভাপতি হাসিবুল হোসেন বলেন, খেলার মাঠ সংস্কারের কাজ ছয় মাসেও শেষ হয়নি। শিক্ষকদের পদোন্নতি ও বেতন কাঠামো নিয়ে অচলাবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা—এসব নিয়ে প্রশাসনের ভ্রূক্ষেপ নেই। আমরা এসব সংকটের দ্রুত সমাধান চাই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ