বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ রংপুরের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, পীর সাহেব চরমোনাইয়ের শোক ছাতক ও দোয়ারা বাজারে খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ বিকেলে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ইমামের বুদ্ধিতে প্রাণে বাঁচলেন ডুবন্ত গাড়ির ৭ আরোহী প্রথমবার নির্বাচনে হিন্দু প্রার্থী দিলো জামায়াত নূরানী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, শিশুদের লেখা দেখে উচ্ছ্বসিত ফেনীর এডিসি জামিয়া গহরপুরে শিক্ষকতার পাঁচ দশক পূর্তিতে দুই শিক্ষকের সম্মাননা বৃহস্পতিবার পুঁজিবাদের বিপরীতে ইসলাম নারীর প্রতি পরিপূর্ণ সম্মানের কথা বলে: খামেনি বন্দরে কর্কশিট কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথমবার নির্বাচনে হিন্দু প্রার্থী দিলো জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) সংসদীয় আসনে ১০ মাস আগে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে হিন্দু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা হয়েছে। এটিই হিন্দু ধর্মের কাউকে দলটির প্রথম মনোনয়ন।

জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ ডিসেম্বর খুলনায় দলীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী পরিবর্তনের এই নির্দেশনা দিয়েছেন।

মনোনয়ন পাওয়ার পর বিষয়টি স্বীকার করে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী বলেন, ‘আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর আমিরে জামায়াত প্রার্থী ঘোষণা দিয়েছেন এবং বুধবার স্থানীয় বোর্ডে চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রচারণা শুরু করব।‘

পূর্বে ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ সম্পর্কে কৃষ্ণ নন্দী বলেন, ১ ডিসেম্বর আমিরে জামায়াত আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন। তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

মাওলানা আবু ইউসুফ বলেন, জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-১ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী। তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছি। যেহেতু আমাকেই নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে। সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি যথাসম্ভব কাজ করব, ইনশাআল্লাহ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ