বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গুমের দুই মামলায় হাসিনার নতুন আইনজীবী সেই আমির হোসেন ধোঁকা দেওয়ার দিন শেষ, বাংলাদেশ হবে ইসলামের: পীর সাহেব চরমোনাই খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে শায়খে চরমোনাই ‘আট দলই এবারের নির্বাচনের বড় চমক’ অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ চায় জমিয়ত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার অশ্লীল গালাগালি ও বাজে মন্তব্য ইসলামি দলের কর্মীদের শোভা পায় না দাওয়াতুল হকের ৩০তম মারকাজি ইজতেমা শনিবার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ানোর পরিকল্পনা ইসির

অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভোটার জনতা স্বাধীনভাবে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশে তৈরি করতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে উপস্থিত শীর্ষ নেতারা এসব কথা বলেন।

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে দলের সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী রহ. ও জাতীয় ইমাম-আঈম্মা পরিষদের সভাপতি মাওলানা নূরুল হুদা ফয়েজী রহ.-এর জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক  আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ