খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার মজলিসে শূরার বিগত সেশনের সর্বশেষ অধিবেশন শনিবার (৮ নভেম্বর) ইস্ট লন্ডনস্থ ফোর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ সেশনের জন্য উপস্থিত শূরা সদস্যদের গোপন ব্যালটে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মাওলানা সাদিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল করিম।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ, ইউরোপ জোনের পরিচালক আলহাজ্ব সদরুজ্জামান খান ও সহপরিচালক মাওলানা শওকত আলী।
এনএইচ/