খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার জন্য পতিত স্বৈরাচার নানা রকমের অপচেষ্টা চালাচ্ছে। তাদের সকল অপচেষ্টা মোকাবেলায় সবাইকে সদা জাগ্রত থাকতে হবে। সেই সাথে আগামী দিনে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে দুই দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা ২০২৫ এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (৩১ অক্টোবর) পল্টনস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও শনিবার (১ নভেম্বর) ফেনী সমিতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য এ কে এম জিয়াউল হক শামীম, সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, এডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আজিজুল হক, ইসলামী যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বির আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক ইসমাঈল খন্দকার, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান, কেন্দ্রীয় অফিস ও পাঠাগার সম্পাদক নুর মোহাম্মদ, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি এইচ এম শাহাব উদ্দিন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহিবুর রহমান রায়হান, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী সভাপতি মোহাম্মদ ইকরামুল হক প্রমুখ।
এলএইস/