শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭


আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উল্লেখ করে তিনি বলেন, আমরা শাসক হতে চাই না, ক্ষমতার লোভী নই। আমাদের আমিরে জামায়াত একজন মানবিক নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এ দেশের মানুষের সেবক হয়ে তাদের কল্যাণে কাজ করতে চাই।

রেজাউল করিম আরও বলেন, আপনারা কি প্রস্তুত আমাদেরকে সেই দাঁড়িপাল্লায় সমর্থন দেওয়ার জন্য, ইনসাফভিত্তিক কোরআনের সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ, চাঁদাবাজ-মুক্ত ও লুণ্ঠনমুক্ত সমাজ, উন্নয়নের সমাজ প্রতিষ্ঠার জন্য ভোট দিতে? যদি আপনারা আমাদের ভোট দেন, আমরা আপনাদের কার্ড দেব না; ওমর (রা.)-এর মতো রাষ্ট্রের সব সুবিধা আমরা কাঁধে করে আপনাদের ঘরে পৌঁছে দেব। ইনশাআল্লাহ।

পথসভায় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে জেলা জামায়াতের সহসচিব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ ও শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ