শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭


বন্দরে খেলাফত মজলিস প্রার্থী সিরাজুল মামুনের নির্বাচনি প্রস্তুতি সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করতে খেলাফত মজলিস বন্দর থানার ২৪নং শাখার উদ্যোগে এক নির্বাচনি প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে বক্তারকান্দি মসজিদ সংলগ্ন চত্বরে  এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের নাসিক ২৪নং ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহালম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, মুহাম্মাদ শরীফ মিয়া, উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, বন্দর থানা পশ্চিম শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, পূর্ব শাখা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, স্থানীয় উলামায়ে কেরাম, প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ