শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে: মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন সৎ, বিশ্বস্ত ও আলেম নেতৃত্ব। যারা আল্লাহভীরু ও জনগণের সেবায় নিবেদিত, তারাই পারে প্রকৃত উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠা করতে।

গতকাল (২৯ অক্টোবর) বুধবার সন্ধ্যায় লাউতা ইউনিয়নের গাংপারে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,বিয়ানীবাজার-গোলাপগঞ্জের অতীতের জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন, কিন্তু বাস্তবায়ন করেননি। আজ মানুষ বুঝে গেছে— ইসলামপ্রিয় ও সৎ নেতৃত্ব ছাড়া দেশে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই এবারের নির্বাচনে যোগ্য, ন্যায়নিষ্ঠ ও দেশপ্রেমিক নেতৃত্বকে বিজয়ী করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জমিয়তের প্রার্থীরা জনগণের আমানত রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।

অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাউতা ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা জালাল উদ্দীন,জনাব শাহাব উদ্দিন, ইউনিয়ন যুব জমিয়ত সভাপতি মাওলানা হেলাল উদ্দীন, লাউতা জমিয়ত সাংগঠনিক সম্পাদক জনাব আলী হোসেন মহরীর, বিয়ানীবাজার উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ এবং পৌর জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতী শরিফ আল হাসান।

সভায় স্থানীয় আলেম, পেশাজীবী, ব্যবসায়ী ও তরুণ সমাজের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক। বক্তারা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের উন্নয়নমুখী চিন্তা, ত্যাগী নেতৃত্ব ও সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ