বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি: জামায়াত সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জামায়াত আমির দেশবাসীকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, জনগণ যদি ভোটের মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে আমরা শাসক হবো না, বরং আমরা সেবক হবো। আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলবো।

গোলাম পরওয়ার বলেন, গত ফ্যাসিবাদী হাসিনার সময়ে মনুষ্যত্ব ধ্বংস হয়ে গেছে। সেটাকে বিদায় দিয়ে ছাত্র-জনতার এক সাগর রক্ত, হাজারো মানুষের পঙ্গুত্বের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রা শুরু করেছি। একটি মানবিক দেশ গড়ে তুলবো।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে ডিসিসি নর্থ সুপার মার্কেট পার্কিং জোনে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ আয়োজিত দুইন দিনব্যাপী ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে নৈতিকতা সমৃদ্ধ উৎপাদনমুখী আধুনিক শিক্ষায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠা করবো। স্বাস্থ্যসেবা, রোগগ্রস্ত, দুস্থ, আর্ত-মানবতার পাশে দাঁড়াবে রাষ্ট্র। জামায়াতে ইসলামী যেহেতু কল্যাণ রাষ্ট্র গড়তে চায়, তারই একটি উদাহরণ হিসেবে ঢাকা ও দেশবাসীর কাছে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ‘ব্রেস্ট ক্যানসার’ সচেতনতামূলক এ ধরনের আয়োজন করা হয়েছে। এটা ব্যতিক্রমধর্মী আয়োজন। এজন্য আয়োজকদের জন্য কৃতজ্ঞতা। মানব সেবার মহান আদর্শে সবাইকে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দিকা, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. খালিদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার এবং কাল শুক্রবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ