বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

‘জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে। রক্তস্নাত জুলাই–আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুত সংস্কারের কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও খুনি ফ্যাসিস্টদের বিচারের দৃশ্যমান পদক্ষেপ এখনো জনগণকে সন্তুষ্ট করতে পারেনি।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক কঠিন দুঃসহ সংকটকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে জাতির মুক্তি ও কল্যাণের স্বার্থে জনগণের কাঙ্ক্ষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অবিলম্বে গণভোট দিতে হবে এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এর আয়োজন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে জাতীয় নির্বাচন দিলে দেশের জনগণ তা মেনে নেবে না।

গতকাল ২৮ অক্টোবর মঙ্গলবার রাতে লন্ডনের একটি হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি ব্যারিস্টার মাওলানা ছালেহ আহমদ হামিদী, সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,সহসভাপতি মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ফজলুল হক কামালী, সহসাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুজ্জামান হেলালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, প্রচার সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়া, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম, মাওলানা আফজল আহমদ, মাওলানা এনামুল হক কামালী,প্রমূখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ