বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ।। ৯ আশ্বিন ১৪৩২ ।। ৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার দারুল উলূম সাতবাড়িয়ার ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা শুরু জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে অবস্থান তুলে ধরুন: ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ইসলাহী জোড় শুরু ১৩ নভেম্বর  ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা  হাসিনা পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৪৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ চুরি হওয়া তহবিল উদ্ধার ও চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণে সহায়তার আহ্বান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য টিকবে না : মাওলানা আবদুল হালিম হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শনিবার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে : খেলাফত মহাসচিব কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস 

গণমানুষের সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি: হাতপাখার প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। তিনি বলেন, গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে এসেছেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে লোহাগড়া রাম নারায়ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. হাবিবুল্লাহ খান বেলালী।

মাওলানা তাজুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীরসাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও ভালোবাসা চাই। আমি নড়াইলবাসীর পাশে থাকতে চাই। একটি ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতাম। প্রায় আট বছর চাকরি থাকতেও তা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। গণমানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতিতে যোগদান করেছি।

ইসলামী আন্দোলনের নীতির আদর্শে বিশ্বাসী হয়ে এই দল থেকে জনকল্যাণে কাজ করতে চান বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের লোহাগড়া শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামি ছাত্র আন্দলনের সভাপতি মো. শরিফুল ইসলাম এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ।

এদিন মতবিনিময় সভায় লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ