ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পি.আর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই। তা না হলে দেশে আবারও ফ্যাসিস্ট শাসন ফিরে আসবে।
মঙ্গলবার বিকালে বগুড়ার শহীদ খোকন পার্কে জেলা সভাপতি আ.ন.ম মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শায়খে চরমোনাই বলেন, “পি.আর পদ্ধতিতে ছোট-বড় সব দলের ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এতে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ গঠিত হয়, যা রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে। আজ দেশের রাজনীতি গভীর সংকটে নিমজ্জিত—ভোটাধিকার হরণ হয়েছে, ন্যায়বিচার অনুপস্থিত, রাষ্ট্রযন্ত্র দলীয়করণে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ হলো পি.আর পদ্ধতিতে নির্বাচন।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ নয়। সংসদীয় ব্যবস্থা শক্তিশালী করতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এবং প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে। জনগণের সম্পদ বিদেশে পাচারকারীদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
শায়খে চরমোনাই জুলাই সনদ প্রসঙ্গে বলেন, “এটি ছিল জনগণের সঙ্গে রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার, কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। আমরা চাই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হোক।” তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে আমরা ঘরে বসে থাকব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে জনগণের অধিকার আদায় করব, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি যোগ করেন, “আমরা কারো আদর্শ বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না। আমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। মদিনার চেতনায় উদ্দীপ্ত হলে দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ করা সম্ভব।”
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হক আজাদ বলেন, “জুলাই সনদের অঙ্গীকার কেবল কাগজে লেখা প্রতিশ্রুতি নয়, বরং জনগণের দীর্ঘ সংগ্রামের প্রতিফলন। এটি বাস্তবায়িত হলে দেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ উন্মুক্ত হবে।”
জেলা সেক্রেটারী, অধ্যাপক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য দেন আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বগুড়া জেলার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ-সভাপতি ও অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু, জযেন্ট সেক্রেটারী ও অধ্যাপক মুফতী এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্য্যাপক জিয়াউর রহমান জিয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতিমুহাম্মাদ সোহরাব হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি ফরহাদ হোসেন মন্টু, ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি ছাত্র নেতা নাঈম হাসান প্রমুখ।
এমএইচ/