বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ।। ৯ আশ্বিন ১৪৩২ ।। ৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লার দারুল উলূম সাতবাড়িয়ার ৩ দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা শুরু জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে অবস্থান তুলে ধরুন: ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ইসলাহী জোড় শুরু ১৩ নভেম্বর  ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা  হাসিনা পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৪৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ চুরি হওয়া তহবিল উদ্ধার ও চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণে সহায়তার আহ্বান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য টিকবে না : মাওলানা আবদুল হালিম হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শনিবার জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন হতে হবে : খেলাফত মহাসচিব কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস 

শাপলা প্রতীক নিয়ে কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিলে চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিলে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন, শাপলা প্রতীক না দেওয়ার কোনো আইনগত যুক্তি নির্বাচন কমিশন আমাদের দেখাতে পারেনি। ফলে এখন পর্যন্ত শাপলা প্রতীকে অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের সঙ্গে সংযুক্তির বিষয়ে আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো।

‌মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে চান না জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণঅভ্যুত্থানের অংশীদার মনে করি। আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। 

তিনি বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে দেশের সংস্কার, বিচার এবং পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেসব বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতায় ছিল জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সঙ্গে আপোষ করে আসলে বাংলাদেশের আর রাজনীতি করা সম্ভব নয়। আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি-না এটা ভোটের মাঠে জনগণই রায় দেবে।

জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেজন্য চতুর্মুখী আক্রমণের শিকার হচ্ছে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না, যারা পুরনো ক্ষমতা কাঠামোই রাখতে চায়। এটা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি। তারা চায় না, তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক। জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক। গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে, সহমর্মিতা রয়েছে কিন্তু তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয় নাই। তারা বারবার আহ্বান করার পরেও জনতা রাজপথে নেমে আসেনি। জনগণ কাদের কথায় নেমে আসবে, জনগণ কাদের সমর্থন করবে, এটা আসলে আমরা ভোটের মাঠে এবং রাজপথে আমরা বুঝতে পারব। 

বিএনপির প্রতি আমাদের আহবান থাকবে, পুনর্বাসনের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিতে শরিক হতে, তরুণদের সমর্থন তাহলে তারা পাবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ